খোঁজ
আবু সাঈদ
আমি খুঁজেছি তোমায় বারেবার
পাহাড়ি পথে নেমেছে আঁধার
আমি শুনেছি সেথায় শোরগোল
তুমি ছিলে কোথায় বল মশগুল!
হেঁটেছি তবু আমি সামনের দিকে
হয়েছে দিগন্ত যেথায় ফিকে
আবারো আমি খুঁজেছি তোমায়
গাছেগাছে তখন পাখিরা ঘুমায়।
ফিরেছি তবু আমি শূন্য হাতে
আসলাম যেরূপ এ ধরাতে!
ভুলিনি যেতে তোমায় ঐ রাস্তা দিয়ে
অধীর আগ্রহে আকাশে চেয়ে চেয়ে
পেয়েছি সৃষ্টির মাঝে পরশ তোমার
জীবনটা হল আমার রঙের বাহার!
যাব বা যাব না খুঁজতে তোমায়
হারাবো না নিজেকে কিছুর ছোঁয়ায়।
থাকুক আছে যা কিছু ছন্দের মত
আমার জীবনও যাবে ছাঁচের মত!
কবি:
স্নাতক শিক্ষার্থী,
চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাংশা, হুনান, চীন।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।