
বাংলাদেশি শিক্ষার্থীদের অতি দ্রুত ফিরিয়ে নিবে চীন

শীতকালীন ছুটি ও করোনা মহামারির কারণে চীন থেকে দেশে এসে প্রায় আড়াই বছর যাবত আটকা পড়েছিলেন অন্তত পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। অপেক্ষায় থাকা এসব শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করলেন সম্প্রতি ঢাকায় সফরে আসা চীনা পররাষ্ট্রমন্ত্রী মহামান্য ওয়াং ই। বাংলাদেশি শিক্ষার্থীদের আগামী দু-এক দিনের মধ্যে ভিসা প্রদান করা হবে। ঢাকায় গত ৭ই আগস্ট ২০২২ রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আলোচনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব তথ্য জানান। শাহরিয়ার আলম বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, চীনে যাত্রা বন্ধ থাকায় কয়েক হাজার শিক্ষার্থী দেশে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। আমরা তাঁদের সঙ্গে অব্যাহত যোগাযোগের মধ্যে ছিলাম। দু-এক দিনের মধ্যে চীনে ফেরত যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু হবে।’
চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জানিয়েছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের আগামী সেপ্টেম্বরে চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বেইজিং। বাংলাদেশই বিশ্বের প্রথম রাষ্ট্র, যাদের জন্য করোনার পর চীন তার সীমানা সম্পূর্ণ উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
এর আগে ঢাকায় চীনা দূতাবাস তাদের ফেসবুক পেইজে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি জানায়। ‘রাষ্ট্রদূতের সঙ্গে এক মিনিট’ শীর্ষক ওই বার্তায় জানানো হয়, দীর্ঘদিন করোনা মহামারিতে বন্ধ থাকার পরে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ করে দিয়েছে চীন। এ প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা প্রথম ধাপেই চীনে ফেরার অনুমতি পাচ্ছেন।
দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের কৃষিমন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থেকে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।