সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রথম রন্ধনশৈলী ক্লাস এবং রান্না ও বেকিং প্রতিযোগিতা ২০২৩
সাব্বির আহম্মেদ: সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির গুয়াংজু আন্তর্জাতিক ক্যাম্পাসের ডি৫ ক্যান্টিনের দ্বিতীয় তলায় আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা অফিস কর্তৃক রান্নার ক্লাস অনুষ্ঠিত হয়। গত ১৩ ই এপ্রিল অনুষ্ঠিত এই ইভেন্টটিতে ২২টি স্কুলের ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।