বেইজিংয়ে ৪৬ বছরের প্রবাস জীবন উদযাপন করলেন ইঞ্জিনিয়ার শামছুল হক
বেইজিং শহরের পাঞ্জাবি রেস্টুরেন্টে এক বিশেষ আয়োজনে উদযাপিত হলো ইঞ্জিনিয়ার শামছুল হকের বেইজিংয়ে প্রবাস জীবনের ৪৬ বছর। "বন্ধুত্বের ৪৬ বছর" নামে এই অনুষ্ঠানে অংশ নেন চায়নিজ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা, বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এবং চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্রুপ CRI-এর সাংবাদিকরা।
শামছুল হক তার দীর্ঘ প্রবাস জীবনের স্মৃতিচারণ করে বলেন, "এই দেশ আমাকে অনেক দিয়েছে; এখানেই আমি নতুন বন্ধুত্ব ও সম্পর্ক গড়েছি।" উল্লেখ্য, শামছুল হক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-চায়নার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ কমিউনিটি চায়নার সামাজিক কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পেশায় একজন ব্যবসায়ী হলেও, তিনি চীন ও বাংলাদেশের মেলবন্ধনকে আরও শক্তিশালী করতে নিজেকে উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানে তিনি তার পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান। শামছুল হক বলেন, "আমার স্ত্রী চায়নিজ, আমাদের তিন সন্তানও এই চীন-বাংলাদেশ সংস্কৃতির মিলনমেলায় বেড়ে উঠেছে।" অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের সংস্কৃতির সংমিশ্রণে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।