১৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে BCYSA Connects
বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত, বেইজিং-এ অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি গবেষক এবং ছাত্রদের নিয়ে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে BCYSA Connects।
বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জান্নাতুল আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিওয়াইএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ড. শাহাবুল হক, বাংলাদেশ এম্ব্যাসি বেইজিং-এর কমার্শিয়াল কাউন্সেলর জিয়াউল হক, বিসিওয়াইএস-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার সামছুল হক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান, শিমুল চন্দ্র সরকার (সহকারী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), শহনাজ পারভীন (লেকচারার, গণ বিশ্ববিদ্যালয়), নির্বাহী পরিষদের সদস্য, অ্যাসোসিয়েট টিম মেম্বার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশের পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে, বিসিওয়াইএস প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশিদের জন্য সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
বিসিওয়াইএস-এর অগ্রযাত্রায় নিয়মিত সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে ড. শাহাবুল হক এবং ইঞ্জিনিয়ার সামছুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ওপেন ডিসকাশনে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতেও বিসিওয়াইএস-এর সকল কর্মকাণ্ডে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস দেন।
সবশেষে ডিনার এবং পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন বিসিওয়াইএস-এর সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার চৌধুরী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি শিমুল চন্দ্র সরকার, সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী আমির হোসেনসহ ক্যাম্পাস অ্যাম্বাসেডর সবুজ, নুহু, নাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে বিসিওয়াইএস-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।