করোনার ভয়ে ডাক্তার দেখাচ্ছেন না কারা?
অন্যদিকে হবিগঞ্জ এর নিউজ দেখলাম, রোগী চীন ফেরত শুনে ডক্টর-নার্স-রোগী-তাদের পরিজন হাসপাতাল হতে পালিয়ে গিয়েছেন। এ কেমন ডিজিটাল বাংলাদেশ? আবার মিডিয়াও এসব খবর ঘটা করে প্রকাশ করছেন। ফলে আমাদের এই চলতি সুশীল সমাজের কাছে পারিবারিক হেনস্তাও কম হচ্ছে না। আর এই ভয়েই অনেকে তাদের সামান্য রোগ বা অন্য কোন রোগের কথা চেপে গিয়ে নিজেদের শরীর ও নিজ পরিবারের অসামান্য ক্ষতি করছেন।
ভেবে দেখুন, এমন করা ঠিক হচ্ছে না, শুধু রোগেই নয়, মানুষ কিন্তু দুশ্চিন্তায়ও মারা যায়, বাঁধে নতুন কোন রোগ বা হওয়া রোগটিও অনেক বেড়ে যেতে পারে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে। তাই যদি করোনা হয় এবং না বলেন তাহলে আপনি মরলে পরিবার, বন্ধু, স্বজন বাকিদেরকেও আপনার পেছন পেছন অসুস্থ হবার বা ওপারে যাবার রাস্তা করে দিয়ে গেলেন। কি লাভ হলো? দোয়া পাবেন? নাকি কোটি কোটি বদদোয়া? ওপারে গিয়েও কি লাভ হবে? সওয়াব কই? মানুষের শত্রূ তো মরলে দোয়া পায়, আপনি কি তাও পাবেন?
আবার
যদি করোনা না হয়, কিন্তু
সেই ভয়ে আপনার বর্তমান রোগের কথা চেপে যান, তাহলে রোগটি বৃদ্ধি পাবে এবং পরে খারাপ কিছু হয়ে গেলে আপনি ও আপনার পরিবারের
কি হবে? আপনার প্রিয়জনের কি হবে? করোনা তো দুরারোগ্য ব্যাধি নয়, তাইনা?
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।